কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর

প্রাপ্তি!

ভালবাসার মাঝদরিয়ায়,
ঝড় দেখেছি বহুবার!
এক ঝড় ছিল ,
মা’কে হারানোর!
শোকে-বিহ্বলে-কাতরতায়,
ভালবাসা হারানোর চরম ক্ষণে,
কবিগুরু-র কাছে তখন পেয়েছিলাম,
“আছে দুঃখ, আছে মৃত্যু!”
“জীবন মরণের সীমানা ছাড়ায়ে”-
আজও আনন্দ – শান্তি -দহন জাগে!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।