T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় বিশ্বজিৎ কর 

একুশে শ্রদ্ধাঞ্জলি

আমার একুশে রক্তে রাঙানো
দৃপ্ত লড়াই-এর ক্যানভাসে,
আমার একুশে আব্দুস সালামের
লাল তাজা রক্তে ভাসে!
আমার একুশে হার না মানা
দৃপ্ত মানসিকতায়,
আমার একুশে আবুল বরকতের-
বলিদানকে ভাবায়!
আমার একুশে শিহরণজাগানো-
স্বচ্ছ অন্তরাত্মায়,
আমার একুশে রফিকউদ্দিন আমেদের-
স্মৃতিকে নিয়ত জাগায়!
আমার একুশে পথপ্রদর্শক-
ভাষা আন্দোলনের দর্পণে,
আমার একুশে আব্দুল জব্বরের-
লড়াইকে রেখেছে মনে!
আমার একুশে অমর একুশে-
কোনদিন ভোলবার নয়,
আমার একুশে চিরভাস্বর-
করেছে হৃদয় জয়!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।