কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

প্রেমসাগরে হাবুডুবু
এসেছে আষাঢ়ও শ্রাবণ বয়ছে উরুউরু বাতাস
রংধনুর রঙে ছেয়েগেছে প্রেমিকের রঙিন আকাশ,
এদিকে প্রেমিকা প্রতীক্ষার প্রহরগুনছে একটি বছর ধরে
কদম ফুলের পরসা সাজিয়েছে তার নীড়ে।
অসংখ্য সবুজ পাতার ফাঁকে তার ডাগর দুটি আখিঁতে
সে যেন সেজে রয়েছে সাদাপারা হলুদ বর্ণ শাড়িতে,
তার শুধু ইচ্ছে করে আকাশের বুকে উড়তে ডানামেলে
প্রজাপতির মতো ফুরফুর করে হেসে খেলে।
যেখানে পাতি হাঁসেরা প্রেমসাগরে হাবুডুবু খায়
ভেসেভেসে সাঁতার কাটে রঙের মেলায়,
ঝুমুর ঝুমুর বৃষ্টি পড়ে মন করে হায় ব্যাকুল!
ডোবার জলে ব্যাঙেরা হেসে না পায় কূল।
লিচু বনের আড়ালে কেউ আবার চিঠি লেখে
রংধনুর সবরঙ তার সমগ্র শরীরে মেখে,
জুঁই কেয়া মালতীলতা হাসে হিজল বনে
ময়ূর মযূরীরা নৃত্য করে বর্ষার দিনে।