কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর

কবিতা যখন কল্পনায়
পৃথ্বীশ ভাবি নিজেকে মাঝে মাঝে
থিকথিকে ভিড়ে মধ্যবিত্তের সাজে
বীরদর্পে দৃঢ়তার সাথে বলেই ফেলি –
“আমিই রাজা”, মাথা উঁচু করে চলি
মানসিকতার ক্যানভাসে নিয়তি হাসে
রক্তস্নানে প্রিয় এই চরাচর ভাসে
ঘরবাড়ি খুঁজে চলি কানামাছি খেলায়
রণ হুংকারে সবাই মত্ত রক্তের নেশায়!
তবুও বলছি, এই পৃথিবী আমার ঘর
কত প্রিয়জনের আত্মায় স্মৃতিজর্জর
সব মানুষ, সব ধর্ম আমার দোসর
হ্যাঁ, এই পৃথিবীই আমার ঘর।