কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার (গুচ্ছ কবিতা)

অপারেশন সার্চলাইট

রাতের অন্ধকারে টিমিস টিমিস জোনাক জ্বলে,
হঠাৎ থেমে গেল ঝিঁঝিঁ পোকার শব্দ;
ওই সুদূর থেকে ভেসে আসে,
শুধু বুটের শব্দ কে ওরা,মেশিনগানের শব্দ?
কেউ একজন বললো মেলেটারি ছড়িয়ে পরেছে দলে দলে
শহর-বন্দরে নগর-রাষ্ট্রে গ্রাম-গঞ্জে?
শুনতে পাচ্ছি,বাংলার উজ্জ্বল নক্ষত্রদের মুখে মৃত্যুর চিৎকার;
ওরা নির্মম ভাবে ঝাঁপিয়ে পরেছে নিরস্ত্র বাঙালির উপর।
বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্ন চুরমার করতে হানাদারের দল;
পঁচিশে মার্চ মধ্যরাতে বাঙালির উপর।
তারপরও আমাদের দাবিয়ে রাখতে পারেননি;
স্বাধীনতার নব সূর্য নিয়ে ফিরেছি ঘর।

 

মুজিব মানেই বাংলাদেশ

মুজিব মানেই দূরন্ত রাখাল ছেলে বাঁশি;
মুজিব মানেই চোখের কোণে স্বপ্ন রাশি রাশি।
মুজিব মানেই উদ্দীপনা বাঙালির জাগ্রত প্রাণ;
মুজিব মানেই একই স্বরে জয়বাংলা গান।
মুজিব মানেই বজ্রকণ্ঠে বাঘের গর্জন ;
মুজিব মানেই বীর শহিদের স্বাধীনতা অর্জন।

মুজিব মানেই বাংলার মাঠে ঘাটে ভাটিয়ালি গান;
মুজিব মানেই নদ-নদী পাখির কলতান।

মুজিব মানেই আশ্রয় বটবৃক্ষের ছায়া ;
মুজিব মানেই ভালোবাসার নাম স্নেহ আর মায়া।

মুজিব মানেই স্বাধীনতার সূর্য লাল সবুজের পতাকা ;
মুজিব মানেই বাংলাদেশ আমাদের স্বাধীনতা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।