হৈচৈ কবিতায় বিচিত্র কুমার

গাঁয়ের পাশে ছোট্ট নদী
গাঁয়ের পাশে ছোট্ট নদী
এঁকেবেঁকে চলেছে,
ওই পাড়েতে নৌকা নিয়ে
মাঝি দ্রুত ছুটেছে।
এই পাড়েতে সারি সারি
নৌকা বাঁধা রয়েছে,
একটা ছেলে জাল দিয়ে
ছোট মাছ ধরছে।
নদীর পাড়ে মাঠের ধারে
গরু ঘাস খাচ্ছে,
কে যেন ভাই ভাঁড় নিয়ে
আপন মনে যাচ্ছে?
সবুজ ঘিরা বাড়ি থেকে
মা শুধু ভাই ডাকছে,
খোকন সোনা বসে বসে
সেই ছবিটি আঁকছে।