কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

তোমার প্রেমে পড়েছি

যেই চোখ পড়েছে তোমার চোখে
সেই তোমার নেশায় পড়েছি ;
কত রাত স্বপ্নে তোমার মুখটি দেখেছি
আমি প্রেমে পড়েছি,তোমার প্রেমে পড়েছি।

তোমার ডাগর ডাগর দুটি চোখে
আমি প্রেমের নদী খুঁজেছি;
তুমি একবারও চাওনি ফিরে আমার দিকে
পাগল হয়ে কত ডেকেছি।

জলে ভাসা নীল নীল তোমার দুটি আঁখি
রংতুলিতে বুকের ভিতর তোমার ছবি এঁকেছি;
আমি প্রেমে পড়েছি,আমি প্রেমে পড়েছি।

তোমার মনটা দিয়ে ধন্য করো ওগো ময়না পাখি,
সারাটা জীবন কেটে দিব,তোমার চোখ চোখ রাখি;
তোমার চোখের নেশায় পড়ে সব বেদনা ভুলেছি
আমি প্রেমে পড়েছি,তোমার প্রেমে পড়েছি।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।