কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর

আলোর উষ্ণতা দাও!

ভাষা-বন্ধনের শক্তি বিচ্ছুরিত হোক,
অনিয়মের অন্ধকারময়তা কেঁপে উঠুক!
পদলেহনের বিশ্রী গন্ধ….
কলমগুলো নিজের মতো চলুক….
হ্যাঁ, “পথে এবার নামো সাথী”!
শুনতে পারছ কি, স্বজনহারানোর আর্ত্তনাদ!!
রক্তে-ভেজা মাটিতে প্রতিবাদের মহীরুহের জন্ম হোক, লেনদেনের ফিসফাস মিছিলের তীব্রতায় স্তব্ধ হোক।
কবি, রাত গভীর হয়েছে। কলম কথা বলুক!
নতুন ভোরের আলোর উষ্ণতা দাও!
ঐ শোনো, মায়েরা কাঁদছে!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।