কবিতায় বিশ্বজিৎ কর

হীরক রাজার দেশ!
গুপীও নেই, বাঘাও নেই –
ভূতের রাজা উধাও,
তিন বর কেউ দেয় না –
উদয়ন পন্ডিত নেই কোথাও!
হীরক রাজার অভাব নেই –
আছে নানা রূপে,
খামখেয়ালীর রাজত্বে –
প্রজার দল চাপে!
কেউ আর বলে না –
“দড়ি ধরে মারো টান”,
মানুষকেও যাচ্ছে কেনা –
মেরা দেশ সত্যিই মহান!
বাবা বলতেন – ” মানুষ হ’,
লেখাপড়া করে -”
মানুষ গড়ার কারিগর আজ –
রাস্তায় কেঁদে মরে!