রহস্য জনক মৃত্যু বাঁকুড়ার ইন্দাসে

বাঁকুড়ার ঘটনা:
বাঁকুড়ার ইন্দাসের কাছে কোতুলপুর থানার সামড়োঘাটে এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে মৃত ব্যক্তির নাম রাজু পাল (৩৫)।পিতা, অশোক পাল,বাড়ি ইন্দাসের করিসুন্ডায় । ঘটনাস্থলে কোতুলপুর থানার পুলিশ তদন্ত করেছেন।তবে কি কারণে এই মৃত্যু শেষ পাওয়া খবর অব্দি তা জানা যায়নি।