T3 || লক্ষ্মী পুজো || বিশেষ সংখ্যায় বিপ্লব গোস্বামী

বিচিত্র সমাজ
ধনের লক্ষ্মী তুষ্ট করতে
পূজার আয়োজন,
আসল লক্ষ্মী পূজা দিতে
নেইতো কোন জন।
গৃহের সতী সাবিত্রী লক্ষ্মী
সয় কত যে নির্যাতন,
রাস্তার লক্ষ্মী একা পেলে
করতে চায় ধর্ষণ।
বিয়ের লক্ষ্মী কালো হলে
চায় মোটা পণ,
গর্ভে যদি লক্ষ্মী আসে
ভ্রূণে করে নিধন।
আর্ত লক্ষ্মীর বস্ত্র দিতে
কষ্ট পায় মন,
যশ ধন সম্পদ পেতে
লক্ষ্মীর পূজন।
ধন ঐশ্বর্য যশ পেতে
লক্ষ্মী আরাধণা,
আসল লক্ষ্মীর সম্মান দিতে
শাস্ত্রে তাদের মানা।
ভালো