হৈচৈ ছড়ায় বিপ্লব গোস্বামী
by
·
Published
· Updated
১| আম কুড়োনো দিন
আমরা যখন ছোট ছিলাম
রাত্তিরে ঝড় হলে,
আম কুড়োতাম ঊষা কালে
বড় গাছের তলে।
কার আগে কে কুড়োতে পারে
লাগত হুড়াহুড়ি,
কারো কুড়োনো আম নিয়েও
হতো কাড়াকাড়ি।
বাড়ি ফিরে হিসেব হত
কে কুড়িয়েছে কত,
হিসেব শেষে ভাগ হত
সবার সমান মত।
সেসব দিন হারিয়ে গেছে
আসবে না যে আর,
শৈশবেতে হারিয়ে যেতাম
আসলে আরেক বার।
২| বাবা
বাবা মানে বৃট বৃক্ষের
শীতল কোমল ছায়া,
বাবা মানে বাইরে শাসন
ভিতর ভিতর মায়া।
বাবা মানে ভিতর ভিতর
কষ্ট সহে যাওয়া,
বাবা মানে বায়না ধরলে
হয়ে যায় পাওয়া।
বাবা মানে শিক্ষা পাওয়া
সত্য কথা বলার,
বাবা মানে দীক্ষা নেওয়া
ন্যায় পথে চলার,
বাবা মানে কখনো নয়
অন্যায়ের প্রশ্রয়,
বাবা মানে সুখ শান্তির
নিরাপদ আশ্রয়।