গুচ্ছ কবিতায় বিপ্লব গোস্বামী

তোমায় চাই
তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি চাই
জন্মে জন্মে তোমার মনে
হয় যেন গো ঠাঁই।
তোমায় হারিয়ে যাওয়া ভয়
তাইতো আমি মানতে রাজি
সকল বিপর্যয়।
আসলে আসুক দুঃখ-কষ্ট যত
সেসব কিছুর ধার ধারিনা
বাঁচব নিজের মতো।
আসে যদি বাধার পাহাড়
তুমি হারানোর ভয়
লড়ব আমি সাধ্য মতো
করব সবই জয়।
তোমায় পেতে যতই কষ্ট পাই
সবই আমি মানতে রাজি
শুধু তোমায় আমি চাই।
বলতে চাই
আজ তোমায় সেই কথাটি
বলে দিতে চাই,
যা চেয়েছি তাই তো পেয়েছি
আর কিছু নাই।
তুমি আমার অতি প্রিয়
হীরার চেয়েও দামী,
তোমায় কত বাসিভালো
তা জানে অন্তর্যামী।
তোমায় পেয়ে ধন্য জীবন
চাইনা কিছু আর,
প্রতি জন্মে চাই গো তোমায়
জন্মে বারংবার।