আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ বিপ্লব গোস্বামী (আসাম)

গর্বিত বাঙালি
মাতৃভাষা রক্ষার তরে
জান দিতে হয় বলি,
কয় জাতির ইতিহাসে
আছে এমন গুণাবলী।
মাতৃভাষায় রক্ষার তরে
দেশে দেশে হয় আন্দোলন,
বাঙালিই শুধু করতে পারে
এমন স্পর্ধার আস্ফালন।
বাঙালি জাতি বীরের জাতি
বাঁচে না কারও দয়ায়,
আন্দোলন করে যারা করে
নিজ অধিকার আদায়।
বাঙালি বলতে অহং হয়
গর্বে ফুলে ছাতি,
ইতিহাসের পৃষ্ঠা জোড়া
যে জাতির সুখ্যাতি।