কথা রাখনি
কথা ছিল বাঁচব এক সাথে
কথা রাখনি। চলে গেছ দূরে বহু দূরে….
কথা ছিল ছাড়ব না হাত কখনও রাস্তা যতই কঠিন হোক না কেন
ছেড়ে দিলে হাত।এখন আকড়ে ধরেছ অন্য হাতে !!
কথা ছিল দিনশেষে লাগবে সোহাগ মাখা পরশ
এখন আর প্রয়োজন নেই।দিচ্ছে অন্য কেউ !!
কথা ছিল অভিমান শেষে দিতে হবে কপালে আলতো চুমু
এখন আর দরকার নেই।পেয়ে যাচ্ছ ঠিকই দিচ্ছে অন্য কেউ !!
কথা ছিল কান্না শেষে জড়িয়ে ধরবো আলতো চোঁয়ায়
এখন না চাইতেই পেয়ে যাচ্ছ। দিচ্ছে অন্য কেউ !!
কথা ছিল ভালোবাসার ঘরে ভালোবেসেই কাটে যাবে জীবন
ঘর বাঁধার আগেই ভেঙ্গে দিলে ঘর !!
নতুন ঘরে তোমার আজীবন কাটুক ভালোবেসে
কথা রাখনি তবু শুভকামনা রইলো।
ভালো থেকো।ভালো মানুষ নিয়ে।।