প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)
আর্তনাদ
বাঁচাও! বাঁচাও- বলে দিগ্বিদিক ছুটছে প্রিয় পাখিগুলো
গোঙাচ্ছে বোবা বৃক্ষগুলো
নির্বাক নদীগুলো।
সমীরের শ্বাসকষ্ট
দিগন্ত খুব দিকভ্রান্ত, চতুর্দিকে বিনাশ হচ্ছে সুনীল সমূলে।
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে প্রতিবেশী প্রবীণ পাহাড়গুলি
ক্ষয়িষ্ণু খাল বিল, ডোবাগুলি
আধমরা মাঠগুলি।
পুঁজিবাদের পাপে
ঢেকে যাচ্ছে অনন্য অনুভূতি এবং মানববাদের মিনার।
বাঁচাও! বাঁচাও- বলে নয়ন জলে ভেসে যাবে মানুষও
মুছে যাবে লোলুপ মানুষের মানচিত্র
সেদিন আর বেশি দূরে নয়।