হৈচৈ কবিতায় বিপ্লব গোস্বামী

খোকার সাধ
রকেট চড়ে খোকন সোনা
ভিন গ্ৰহেতে দিবে পাড়ি,
দেখবে সেথায় কেমন লোক
কেমন তাদের ঘর-বাড়ি।
ভিন গ্ৰহের মানুষ কেমন
কেমন তাদের গায়ের রং
কোন ভাষাতে কথা বলে
কেমন তাদের চলার ঢং।
ভিন গ্ৰহেতে সূর্য কয়টা
চন্দ্রইবা কয়টা ওঠে,
উদয় অস্ত কোন দিকে হয়
দিবারাত্রি কেমনে ঘটে।
ঠাণ্ডা-গরম কেমন সেথায়
বৃষ্টি বাদল কেমন হয়,
পাহাড় পর্বত কতটা উচুঁ
নদ-নদী কোন দিকে বয়।