অদ্ভুত এক আঁধার সত্ত্বা এসেছে ভবে,
এ বিশ্বে আজ যারা অন্ধ,
সব চেয়ে তারাই বেশি চোখে দেখতে পায়,
যাদের হৃদয়ে প্রেম নেই,নেই কোন প্রীতি, করুণার আলোড়ন নেই, আছে শুধু মানবিকতা বিরুদ্ধে অবস্থান,
মনুষ্যত্বহীন দানবিক আচার-আচরণ,
পৃথিবী আজ অচল,তাদের সুপরামর্শ ছাড়া।
এ এক অন্য সকাল।
বাহ্ এটা কি তোমার কৃপা জগৎ স্বামী?
খুব জানতে ইচ্ছা করে !!
আর দেখতে বা শুনতে চাই না আমি।
নির্যাতিতের গগন বিদরি আত্মচিৎকার !
যা গভীর থেকে গভীরতম হচ্ছে !
অর্থবহ বাহনে চির ভাস্বর আমি !
আমিও তোমাদের দলে, বিচার চাই!
আঁধার কি দিবে বিশ্বেকে ? ঘন অমানিশা!
দু’নয়ন থাকতেও যাদের ত্রিনয়নটি অন্ধ,
তারা কি ভাবে আলো জ্বালাবে?
কি ভাবে পথ দেখাবে মানবতাকে ?
আর দেখতে চাই না এ বিভীষিকা!
কেমন আলো জ্বালবে? ঘন কালো!
প্রেমহীন, মানবতাহীন,মনুষ্যত্ব হীন,
করুণাহীনেরা কি ভাবে জ্বালাবে আলো?
যথার্থই পরিনাম পাবে এ বিশ্ব!
পৃথিবী কি নিজেই মানবতার হত্যকারী?
আমি তাহলে পৃথিবীর বিচার চাইব।
কে করবে বিচার? না সবই হবে প্রহসন!
যদি মানুষ হও! মনুষ্যত্ব ও মানবিক হও।