দেশ-অন্তর সংসর্গ তে বিপ্লব গোস্বামী (আসাম)

আমিও মিথ্যা বলি
আমিও এখন মিথ্যা বলি
আমিও এখন এরিয়ে চলি।
মিথ্যা বলি মায়ের কাছে
এরিয়ে চলি মায়ের সাথে।
মা যখন বলেন কেমন আছিস
তখন আমি মিথ্যা বলি,
যখন সত্য জানতে জেদ করেন
তখনই এরিয়ে চলি।
নানান কথায় মাকে ছলি
কথায় কথায় মিথ্যা বলি।
মাকে বলি আমি খুব ভালো
হাসি দিয়ে ঢাকি দুঃখ কালো।
বাস্তবে আমি একটুও ভালো নেই
শুধু ভালো থাকার অভিনয় করে
বুক ভরা কষ্ট চাপা দিয়ে বেঁচে আছি তবু রোজ মিথ্যা বলে মাকে শান্তি দেই।
তোমাকেই চাই
তোমাকে পেতে যদি
করতে হয় সাত জনম পার
তাতেও রাজী আমি
শুধু মনে ঠাঁই দিও একবার।
তোমাকে পেতে যদি
সইতে হয় শত সহস্র যাতনা
তাতেও রাজী আমি
শুধু মিটিয়ে দিও মনের বাসনা।
তোমাকে পেতে যদি
বাঁচতে হয় কুল হীন লাজে
তাতেও রাজী আমি
শুধু ঠাঁই দিও বুকের মাঝে।
তোমাকে পেতে যদি
থাকতে হয় নিদ্রা হীন রাতে
তাতেও রাজী আমি
বাঁচতে চাই তোমারিই সাথে।
আজও বলতে পারিনি
বলব বলব করে আজও
বলতে পারিনি তোমায়।
অনেক সাহস করেও
বলতে চেয়েছি শত বার
কিন্তু বলেতে পারিনি আজও।
যত বার চেষ্টা করেছি
যত বার বলব বলে
কাছে গিয়েছি।ততবার
কেন জানি না ,শতবার
চেষ্টায়ও বলা হলো না।
কি জানি হয়ে যায় ! একটা
জড়তা একটা দুর্বলতা
আমাকে গ্ৰাস করে নিয়েছে।
কিন্তু , জানো প্রিয়া তোমাকে না
সত্যি বড্ড বেশি ভালবাসি।