কাব্যানুশীলনে বিপ্লব গোস্বামী

এ কেমন কৃপণতা

কত দিন কত মাস হল দেখিনি তোমায়
স্পর্শ চাইনি কোন দিন
শুধু চেয়েছি একটুখানি দেখতে
তবে কেন এড়িয়ে চলছ।
পাশে ছোঁয়াছুঁয়ি হয়ে যায় এ ভয়ে ?
গত দশ বছরেও তো ছোঁইনি
তবে কেন এত ভয় !!
শুনেছি তুমি বড় কিপটে
তাই কি গা বাঁচিয়ে চলছ ?
এ কেমন কৃপণতা !!
আমি তো চেয়েছি তোমার ভালোবাসা টুকু
শুধু ভালোবাসা টুকু।
তবে কেন এত কিপটেমি ?
চাইলে তো পারতে চলতে গড়পড়তায়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।