দিব্যি কাব্যিতে বিধান ঘোষ

উঠোন
তাকিয়ে দেখো, ওই এক ফালি আমাদের
ঘরের চাল যেখানে মাথা নুইয়ে প্রনাম ঠোকে।
যদি তোমার আগেই আমি চলে যাই—
তাহলে আমার অস্থি জলে ভাসিও না
তোমার গন্ধের গন্ডির মধ্যে রেখো।
যেখানে তুলসী আছে।
যদি তুমি যাও
আমি কথা দিচ্ছি তোমার জানাজা থাকবে উঠোন বুকে,
তুমি এলে একটা উঠোন কিনবো।