কবিতায় বিপ্লব ঘোষ

বসন্ত ঋণ

বসন্ত বিকেল চলে যায়
যেন সুদূরের মেঘ-পাখি
সন্ধ্যা নামে নিঃশব্দ চরণে
চলে যাওয়া বিকেল আঁকি ।

দুয়ার আগলে থাকি বসে
জানি আসবে না কোনোদিন
বাতাসে যে কান পেতে শুনি
কীভাবে শুধিব সেই ঋণ !

Spread the love

You may also like...

error: Content is protected !!