দিব্যি কাব্যিতে বিপ্লব গোস্বামী

১| শীত এসেছে
শীত এসেছে শীত
শীতের বুড়ি কুনকুনিয়ে
তাই তো গায় শীত।
চাদর দিয়ে অঙ্গে
হিমেল মেয়ে পৌষ ও মাঘ
দুই কন্যার সঙ্গে।
বাবুদের সুদিন
দামি কম্বল ভারী কাপড়
খুশিতে সারাদিন।
থরথরি কাঁঁপন
শীতার্তের নেই তো কাপড়
কষ্টে দিন যাপন।
২| শীত এলে
শীত এলে বাবুদের সুদিন
গিন্নী বলেল চলো কর্তা
ঘুরে আসি দু’দিন।
দামি কাপড় দামি গাড়ি আর
দামি কোট বুট ও সুট,
মেকআপ ফাউন্ডেশন
দামি শাড়ি কোট।
পিকনিক পার্টিতে কতনা যে মজা
মাছ মাংস বিরিয়ানি বাদাম ভাজা।
নাচ গান খুনসুটি আর হৈ হুল্লোড়
সীমাহীন মাজা মস্তি কি তুমুল রোল।