হৈচৈ কবিতায় বিপ্লব গোস্বামী (গুচ্ছ কবিতা)
১| গ্ৰাম্য জীবন
গ্ৰাম্য জীবন বড়োই ভালো
সাদামাটা ভাই,
সহজ সরল জীবন যাপন
আধুনিকতা নাই।
কাদামাটিতে বড় হওয়া
খালি পায়ে হাঁটা,
মাথার ঘাম পায়ে ফেলাই
সারাদিন খাটা।
একের দুঃখে অন্য জন
এগিয়ে মোরা যাই,
সাধ্য মতো সহায় করে
বড়োই তৃপ্তি পাই।
গ্ৰাম্য জীবন বড়োই ভালো
সাদামাটা ভাই,
মাঠে ঘাটে করতে শ্রম
বাউল গান গাই।
অল্পতেই তুষ্ট মোরা
উচ্চাকাঙ্খা নাই,
ভাঙ্গা ঘরে রাঙ্গা ভাতে
স্বর্গ সুখ পাই।
২| আমার প্রিয়া
চাঁদের সাথে আমার প্রিয়ার
মিল রয়েছে বেশ,
যেন জোৎস্না ভরা চন্দ্রকলা
রূপের নাই শেষ।
চোখ দুটো তার পটল পটল
মুখ ভরা তার হাসি,
প্রথম দেখাতেই মন দিয়েছে
তাই বড্ড ভালোবাসি।
চাঁদের সাথে আমার প্রিয়ার
মিল রয়েছে বেশ,
যেমন আঁঁধার রাতে ইন্দু জ্যোতি
যোগায় অনিমেশ।
চলনে মিলনে দেহের গড়নে
উর্বশী নয়তো পরী,
তার প্রেমেতে সব ত্যাজেছি
তার হয়েছি পূজারী।