মার্গে অনন্য সম্মান ব্যোমকেশ গঙ্গোপাধ্যায় (সেরার সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৩৪
বিষয় – ভালোবাসার পরিভাষা
আমি ভালোবাসি নব সৃষ্টির লাগি
ভালোবাসা দিবস যে দীনতা,
প্রকৃতির কাছেই শিখো আজি সবি
হৃদয়ে কেন রাখো হীনম্মন্যতা?
শৈত্য দীনতা ছাড়ি সাজিছে প্রকৃতি
রকমারি নব-নব সাজে আজি,
হৃদে ব্যথ্যা ত্যাগী, তরুলতার প্রতি
নাচবে প্রেমানন্দে বৃক্ষ রাজি।
শীতের বিদায়ের বসন্তের যে গান
পলাশ শিমুল ডালে এলে ফুল,
রক্তলাল পুষ্পে কোকিল পেল প্রাণ
জীবন্ত পরাণ খানি যে দোদুল ।
আম্র মুকুলে আজি রাখি নিজ প্রাণ
কোকিলের কুহু কুহু তানে,
বৃক্ষে নতুন সবুজ পাতায় নব জীবন
বৌল ধরেছে আম্র কাননে।
ভ্রমরের পদরেণুতে জাগে নব প্রাণ
বসন্তই সুসজ্জিত করবে ধরা,
সবুজ পাতায় বৃক্ষ পাবে নব জীবন
যা মাঘ করেছে যে আধ মরা।
মৌ-ফুলে মৌমাছি যায় চায় শুধু মধু
প্রেম নিয়ে সাথে নব জীবনে,
ফুলে ফুলে লাগায় প্রেমের পরশ যাদু
মন হরে পাখ-পাখালি গানে।
নব সৃষ্টিতে মনে – প্রাণে লাগায় দোলা
মিলন সুখে ভুলি বিরহের দুখ,
রাখো সুসৃষ্টিতে অবদান এ ভব খেলা
দেওয়া-নেওয়া কর সৃষ্টির সুখ।
ভালোবাসা,স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসা
যা বিশ্ব কল্যানে যে সদা রয়,
জগতের শ্রেষ্ঠ দামী সম্পদ যা আশা
জাগায় হৃদে থাকে নাহি ভয়।।
প্রাণ, নব পল্লব ঘেরা আম্র বীথিতে
সজীব কোকিকের কূহুতানে ,
প্রেম জাগে আজি এসো সবে নিতে
ভরা থাক ধরা সুর ঐক্যতানে।