পূর্ব দিকে সূর্য উঠে
পশ্চিমে যায় অন্ত,
উত্তরেতে হিমালয় পর্বত
দক্ষিণে সাগর মস্ত।
উত্তর পূর্ব কোণ মিলে
ঈশান দিক হয়,
দক্ষিণ পূর্ব কোণ অগ্নি দিক
সর্ব লোকে কয়।
র্নৈঋত দিক দক্ষিণ পশ্চিম কোণ
কম্পাস মতে হয়,
উত্তর পশ্চিম কোণ বাযু দিক
জানিও নিশ্চয়।
ঊধ্ব` মানে আকাশ
আর অধঃ মানে পাতাল,
জেনে নিলাম দশ দিকের নাম
এবার হবো আনন্দে উত্তাল।
২| ভাইফোঁটার শপথ
বোনের হাতের ফোঁটা নিয়ে
ভাই করলো পণ;
তোর মত আর যেন কেউ
না হয় ধর্ষণ।