কবিতায় বাসুদেব বাগ

নানা রঙ্গের দিন গুলি
ঢেকে যায় রাস্তায় হোর্ডিং, আলো বাতাস
না হলেও চলে, শুধুই
মমতা মাখা সাঁজের আলো লাম্প পোস্ট ঢাকে, যে মেয়েটি আলো আঁধারে জীবিকার টানে ল্যাম্প পোস্ট ধরে দাঁড়িয়ে থাকে, তার
বিড়ম্বনা সে বিক্রি হতে পারে না,
না আছে ঘর না বাড়ি, রাস্তাই একমাত্র পথ।
জীবিকা আগলে দাঁড়িয়ে থাকে হাসি মুখ।
দুটো মুখে সুখের চিন্হ বদলে যায়,
কারো হাঁড়ি চড়ে না, কারো অফুরন্ত ভান্ডার।
হোর্ডিং গুলো লাফিয়ে পড়তে চায়, কিন্ত সে শেকলে বাঁধা, নিরুপায়।