সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

অনুভব তুলসী
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
এতদিন অভাবকেই বুঝিয়েছি
নতুন এক জোড়া মোজার
অভাবের কথা
আমার ছেঁড়া মোজা জোড়া
যে কথা বোঝে না
কোনোমতেই
এতদিন অভাব নিজেই ঘুরে বেরিয়েছে
অভাবের তালিকা নিয়ে
হাটে বাজারে
যেখানে
অভাব বিক্রেতাই
ক্রেতার অভাবের
অভাবের গান অনেক হল
আর হয়তো নাইবা গাইলাম
ছেঁড়া মোজা ছেঁড়া না বলে
যদি ধরে নিই
তখনও
থেকে যায় অভাব
অভাবের