সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

তারাফুলের গন্ধ
প্রদীপ শইকীয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
ধারাসার বৃষ্টির পরে
হঠাৎ তারাফুলের গন্ধ
দুলতে থাকা নীল পর্দার আড়ালে
কেউ ভায়োলিন বাজাচ্ছে
দলবব্ধ একদল নল-মৌ
এই যেন কান ছূঁয়ে গেল
জানালা খুললেও দেখা যায় না
বাইরে রাত না দিন
ঝরা পাতার বাইরে
বিদ্যুতের ঝলকানি ছাড়া আকাশটাও নিশ্চুপ
বন্ধ ঘরের
অ্যাকোরিয়ামের সোনালি পাখনা এবং ভায়োলিনের তাঁর
এক সঙ্গে কাঁপছে