সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

প্রতিদিন পৃথিবীর
কৌস্তভমণি শইকিয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
প্রতিদিন প্রতারিত পথিবীর মানুষ
প্রতিবাদ প্রতিজ্ঞায় মাটির প্রেমিক
কাউকে কেউ আটকাতে পারে না
হয়ে যায় সাহসের দুর্জয় সৈনিক
প্রতিদিন জন্ম-মৃত্যুর হিসেব সময়ের নোটখাতায়
তার মধ্যে নিপীড়ন আর ধর্ষণের বদনাম
আণবিক উদ্ভাবন আর ক্ষুদকণা
কার জন্য আজ কী প্রয়োজন
প্রতিদিন প্রতিহত হয় মানুষ মানুষের হাতে
মানুষ সূর্যস্পর্শী জনম অবধি
ভরন্ত ফুলের মতো আলোর প্রতি নতজানু
ভূমির ভার সয়ে পৃথিবী ও আজ অভিজ্ঞ
প্রতিদিন পালন করে জীবের সান্নিধ্য
নদী খসানো পারের মতো
মানুষের জীবন বিপদ সঙ্কুল প্রতিদিন
একটা জ্বালামুখীর মতো বিস্ফোরিত হয়
সমস্ত ক্ষোভ,ঘৃণা
প্রতিদিন সভ্যতা নির্ণয় করে সময়ের দিক
মানুষ আন্দোলিত হয় অমানুষের বিপক্ষে
প্রতিদিন পৃথিবী জুড়ে একই বিপ্লব।