সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস
by
·
Published
· Updated
জড়বুদ্ধি
নীলিমা ঠাকুরীয়া হক
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
আমি একটি জড়বুদ্ধি শিশু
কুড়ি বছর বয়সে বসতে পেরেছিলাম
দেড় কুড়ি বছরে প্রথম পদক্ষেপ
আর কথা ফুটে ছিল দুই কুড়িতে
এই আড়াই কুড়ি বছরে শিখেছি বর্ণমালা
হয়তোবা তিন কুড়ির প্রান্তে
ধারাপাতটাই হবে জপমালা-
দুই আর একে তিন হয় বলে শিখতে শিখতে
হয়তোবা বিয়োগ হবে জীবনের
‘ তথাপি ভালো’, কেউ একজন ফিসফিস করে বলল’
কিছুই বুঝলে না, কিছুই শিখলে না
জীবনের আগুন পারল না পোড়াতে
বৃদ্ধ শিশু তিনি। শিশু বুদ্ধ।’
শুদ্ধ, শুদ্ধ ,শুদ্ধ’
নিজেই বললাম নিজেকে
রোদে গড়ালাম, ধুলোর ফোঁটা কাটলাম
আমার বলি রেখাগুলি
অঙ্কুরিত হয়ে হাসতে লাগল