সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

রাজনৈতিক
নীলকান্ত শইকীয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
সভায় যিনি কথা বলছেন
তিনি,তিনি নন
তিনি তাকে রেখে এসেছেন সেই শিলাটার কাছে
যেখানে একদিন বুদ্ধ বসেছিল।
তিনি যে সমস্ত কথা বলছেন
সেসবও তাঁর নয়
তাঁর কথাগুলি সেখানে ফেলে এসেছে
যেখানে একদিন গান্ধী ঢলে পড়েছিল।
তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলিও
তাঁর নয়
তাঁর হয়ে অন্য কেউ কিছু বলছে
তাঁর এই সাজ-পোশাক,মুখের ভঙ্গিমা
হাতের আস্ফালন সমস্ত কিছু অন্যের।
তিনি বেরিয়ে যেতে চান
কিন্তু অনুচরবর্গ দেয় না
তিনি কাঁদেন-যে চোখের জল বের হয়
তার বাজার মূল্য নিরূপণ করে ভোটের মূল্য।
মুখে তিনি বলেন-এখন কাঁড়ী পাইকের দিন
কাজে কিন্তু তিনি মান্যগন্য মানুষদেরই
যা দেখছি তিনি আর ফিরে যাবেন না
বুদ্ধের শিলাটার কাছে।
টীকা-
কাঁড়ী-আহোম যুগে তীর ধনুক নিয়ে যুদ্ধ করা এক শ্রেণির মানুষ।