সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

ফাঁকির নগরীতে
নীলকান্ত শইকীয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
ফাঁকির এই নগরীতে প্রতিটি লোকই মৃত
কোনো জীবিত মানুষের সন্ধানে
মন্দির থেকে বেরিয়ে এলেন ঈশ্বর।
ঈশ্বর হয়তো স্বার্থপর
সবাই যদি জীবন্মৃত
কে তাকে ঈশ্বর বলবে
কে তার দেখাশোনা করবে।
ঈশ্বর তিনজন মানুষ বেছে নিলেন
তিনজনকেই দিলেন সত্য
তিনজন মানুষকে জীবিত করে
ঈশ্বর হলেন নিশ্চিন্ত।
তিনজনকেই ঈশ্বর দিলেন নির্দিষ্ট দায়িত্বঃ
একজন ধন-দৌলত দেখাশোনা করবে
একজন শান্তির দিকটাতে দৃষ্টি রাখবে
একজন খাদ্যের যোগান দিয়ে ঈশ্বরকে পুষ্টি দান করবে।
তিনদিন পরে সত্য চলে গেল
একজন ঈশ্বরের বিত্তে নিজে ধনী হল
অন্যজন শান্তির নামে অশান্তি ছড়াল
তৃতীয়জন ঈশ্বরের নামে নিবেদন করে সমস্ত খাদ্য
নিজেই খেয়ে ফেলল।
স্বয়ং ঈশ্বর বিমর্ষ হলেন
ফাঁকির নগরী ছেড়ে তিনি পুনরায়
মন্দিরে প্রবেশ করলেন
কিন্তু শিখে গেলেন একটি পরম সত্য
মানুষকে চেনার জন্য কেবল তিনটি দিনের প্রয়োজন।