সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

সুখী মানুষ
বিপুল কুমার দত্ত
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
সুখী মানুষগুলি নগরে থাকে
নাগরিক
দুঃখী মানুষগুলি গ্রামে থাকে
জনগণ
সুখী মানুষগুলি নগরের উঁচু ঘরগুলির বাসিন্দা
তাঁদের ঘরের উঠোন থাকে না
তাঁরা টবে রোপণ করে তুলসী
দুয়ার মুখের কুড়িজোড়া স্যান্ডেল ঘিরে রাখে সেই টাব
তাঁরা ড্রয়িং রুমে বাগিচা পাতেন
প্লাস্টিকের ফুলে ভরে থাকে তাদের মণিকোঠা
সুখী মানুষগুলির গোয়াল থাকে না
তাঁদের ঘরের ভেতরে কুকুরের জন্য থাকে
আলাদা বিছানা
সুখী মানুষদের প্রিয় নেশা ব্যবসা
তাঁরা ব্যবসা করে,মানুষ এমনকি ঈশ্বরের ও
সুখী মানুষদের প্রিয় খেলা নির্বাচন
প্রিয় শিকার ন্যায়
সুখী মানুষেরা শ্রম অথবা বুদ্ধি বিক্রি করে না
বিক্রি করে বিবেক আর স্বাক্ষর
তাঁরা পান করে দুঃখী মানুষের স্বপ্ন
আর বমি করে ক্ষুধার মহামারী
সুখী মানুষেরা দর্শন করতে পারে না সূর্যোদয়,
স্পর্শ করতে পারে না মাটি
সুখী মানুষেরা বৃষ্টিতে ভিজতে পারে না
সুখী মানুষেরা ক্ষুধা থাকলেও খেতে পারে না
শোক থাকলেও কাঁদতে পারে না
তাঁরা মেনে চলে
বর্ধিত কোলেস্টরল আর উচ্চ রক্তচাপের হুশিয়ারি
সুখী মানুষেরা খবরের কাগজ পড়ে না
খবর হয়ে প্রথম পৃষ্ঠায় থাকে
সুখী মানুষের স্বপ্নের নাম দুঃখ
সুখী মানুষের পত্নীর নাম দুঃখ
সুখী মানুষের সন্তানের নাম অসুখ
সুখী মানুষদের ঘাম বেরোয় না
যদিও ঘন ঘন কাপড় বদলায়
সুখী মানুষদের পোশাকের নাম সুখ
পোশাকের নিচে তাঁরা বয়ে বেড়ায় দুঃখ
সুখী মানুষেরা
পৃথিবী জুড়ে ছড়ায় দুঃখের বীজাণু
দেশে দেশে আকাল আক্রান্ত সোমালিয়া
গ্রামে গ্রামে পুষ্টিহী্ন জনগণ