সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

বিশ্বায়ন
রাজীব বরদলৈ
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
বিশ্বায়নের নকল বাজারে
জীবন বৈভবের সমস্ত জিনিস এখন সুলভ
ইচ্ছানুসারে
ঈশ্বরের কেনাবেচা করতে পারেন
জাতি,ধর্ম,বর্ণ বিনিময় করতে পারেন
ক্রয় করতে পারেন নামি- দামি জ্ঞানহীন যোগ্যতা।
অর্থ সর্বস্ব ভোগবাদী সমাজে মূল্যহীন মানবতা
ন্যায় ফুটপাথের খুচরো বাজার
দুর্নীতির মুক্ত বাজারে বিবেক মন্দা
লিপ্সা, শোষণে উলঙ্গ নিরীহ জনতা।
ইচ্ছা হলে আপনিও ক্রয় করতে পারেন নীতিহীন শাসন
ক্ষমতার জন্য করতে পারেন আদর্শহীন যুদ্ধ
বিশ্বায়নের বাজারে এখন সবকিছুই মুক্ত
বন্দি কেবল নৈতিকতা, সুস্থ মানসিকতা।