কবিতায় বলরুমে বিশ্বজিৎ দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মানুষ শেয়াল হলে
প্রতিটি রাতের বুকে নিয়তি ঝোলানো
ভিতরে পুড়েছে আরও সযত্নে শোয়ানো
জীবন্ত লাশের কথা শোনাচ্ছি এখন
মানুষ শেয়াল হলে মৃতপ্রায় মন,
পথের দুধারে আছে ঝোপঝাড় বন
নিয়তি লুকিয়ে থাকে বাঁহাত আপন
কোথায় আড়াল হবে, কোথায় নরম
খুঁজেছে সে যার; মাংসে অসুখী কন্ডোম
পরিবারে ঘোরে সব অদৃশ্য কাপড়
শরীরে বেধেছে বাসা এ পোকামাকড়
ঘন ঘন ছোঁয়, দেখে বালিশের শোক
বাড়িতেই বসে থাকে; সিনিয়র জোঁক
কি হবে নারীর তবে?
কীভাবে যাবে সে বাহাদুরি?
ধর্ষকের লিঙ্গের কর্তন হোক
. আগুনে ফুলুরি!