সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

শ্মশান

সৌরভ শইকীয়া
মূল অসমিয়া  থেকে বাংলা অনুবাদ

প্রতিটি সুন্দরতম কাজের আড়ালে
নরকের শপথ
কিছু যন্ত্রণা লুকিয়ে থাকে। কাগজে লেখাটা কঠিন।
বিশ্বাস কর, এই ফুটবল টিমটিই সেই দেশের
বেঁচে থাকার পাসওয়ার্ড
মরুভূমিতে এক টুকরো ওয়েসিস।
ব্যর্থতা…
কোপার ফাইনেলের পরে চোখের জল শুকিয়ে গেছে কুয়োটির
হজম করাটা শক্ত। কথাটা সত্যি
মাত্র একটি গোল।
আর যে গোলটি সমগ্র জাতিটার হৃদপিণ্ড
স্তব্ধ করে দিল।
ট্রুথ ইজ স্ট্রংগার দেন ফিকশন
উপন্যাসের চেয়ে বাস্তব অনেক বেশি শক্তিশালী
কেন বিষ পান, নন্দলাল?
তোমার চোখের জলের দাম
সারারাত পৃথিবীটা ভেসে গেছে
দেখ, নিউইয়র্ক শ্মশান হয়ে গেল
নিউইয়র্ক শ্মশান হয়ে গেল।

Spread the love

You may also like...

error: Content is protected !!