আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এর উত্তর সম্পাদকীয়

জীবনের রূপরস গন্ধের স্বাদ নিয়ে চিন্তা যখন প্রগাঢ় হয়, তখন যেন বারংবার মনে আসে,”মৃত্যুর চুম্বনে ছিলো তীব্র তাপ”। আর ঠিক এই কারণেই বিশ্বের সকল সভ্য জাতি আজ আমাদের কাছে অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষদের কাছ থেকে একটা আদর্শের পাঠ নিয়েছে। সেই আদর্শ হলো, জীবন মানে শুধুই প্রাপ্তির আশা নয়, বরং জীবনের মূল সাফল্য থাকে ত্যাগের ভিতরে। তাই তো তদানীন্তন পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাংলা ভাষীদের শুধু বাংলা ভাষার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে পুরো দেশটা পেয়েছিলো স্বাধীনতার আনন্দ। শুধু কি তাই! আসামের বরাক উপত্যকা এবং এই বাংলার পুরুলিয়াও শুধু ভাষাকে রক্ষার জন্য রক্তপাতের সাক্ষী থেকেছে। দুনিয়া কুর্ণিশ জানিয়েছে বাংলা ভাষার জন্য সংগ্রামকে। ফলস্বরূপ একুশে ফেব্রুয়ারী আজ আমাদের কাছে ‘অমর একুশে’ আর সারা পৃথিবীর কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ যেমন বাঙালি হিসেবে আমাদের কাছে অত্যন্ত শ্লাঘার, আবার একুশে ফেব্রুয়ারী আমাদের স্মরণ করায়, জীবন মানেই শুধু পাওয়ার আশায় থাকা নয়, জীবন বোধ গড়ে ওঠে ত্যাগের মাধ্যমেই। কবি পবিত্র মুখোপাধ্যায়ের কথায়, “প্রথম কান্নার দিনে তুমি যে শব্দের বীজমন্ত্র দিলে নবজাতকের মুখে, সে জন্মের দান সর্বস্ব আমার, আছ আমৃত্যু আমাতে মাতৃভাষা”।