প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম, ইতালী)

জেগে ওঠো সবাই
জেগে ওঠো তরুণ তরুণী দাঁড়াও মীনাক্ষীর পাশে,
জয়ধ্বনি করো উচ্চস্বরে গর্জেই ওঠো দীর্ঘ শ্বাসে।
আর নাই সময় এদিক ওদিক তাকিয়ে লাভ নাই,
সকল শ্রেণীর মানুষ এগিয়ে চলো নাই ভয় নাই।
এখনও কি বোঝার বাকি স্বচ্ছ ছিল সাদা ধুতি,
উন্মোচন করেই দেখ অতীতের সেই সব স্মৃতি।
ভুল তো ছিলই নইলে কেন হলো লাল বিলীন,
সাদা ছিল এক,কালোরা ঘিরে ছিল দিন দিন।
ঘরের মধ্যে ছিল বিশ্বাসঘাতক বিদ্বেষীতেই ভরা,
বুর্জোয়ার বিরুদ্ধে লড়াই,চলছিল সেই মন্ত্র ছাড়া।
পঞ্চায়েত থেকে লোকাল কমিটি ওই জেলা পরিষদ,
কুচক্রীরা কুকীর্তী করেছিল সন্মুখে রেখে উপনিষদ্।
সেই ভুল শুধরে আজ মীনাক্ষীরা চলেছে এগিয়ে,
তরুণ তরুণীরা তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে।
মুমূর্ষু সময় সবাই মিলে এগিয়ে চলো বঙ্গ বাঁচাতে,
নইলে সব শ্রেনী জ্বলবে কিন্তু গৃহ যুদ্ধের সংঘাতে।