প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার প্রবাসী (রোম, ইতালি )

পরশমণির ছোঁয়া
কার কথা ভাববো আমি কে বা আমার পর
তাই নিয়ে মনের মধ্যে উথলে ওঠে ঝড়।
পর ভাবিনা সবাই আপন এই মহা বিশ্ব জুড়ে
দুধেভাতে থাকুক সবাই শান্তি ফিরুক ঘরে।
কোথাও যদি পেতাম আমি পরশমণির ছোঁয়া
বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতাম কেউ যেতো না খোয়া।
কালো মেয়ের মনের কষ্ট ফর্সা হবার সাধ
তাদের ছুঁইয়ে ফর্সা করে,হাতে দিতাম চাঁদ।
পঙ্গু যারা ছুট করাতাম ওই বাড়ির চতুর্দিকে
উল্লাসে ওদের হাসির ঝড়ে কষ্ট হতো ফিকে।
আমি অন্ধ মায়ের চির অন্ধ করে দিতাম দূর
দেখতে পেতো পেটের সন্তান দেখত ভরদুপুর।
আনতাম দুর্বুদ্ধির সবার মনে সুবুদ্ধির জোয়ার
তবে বুদ্ধি হতো সবার ভালো,কেউ হতোনা গোঁয়ার।
রাজার মাথায় বুলিয়ে দিতাম পরশমণির ছোঁয়া
দম বন্ধে মারার জন্য বিশ্বে আর ছড়াতো না ধোঁয়া!
কার কথা ভাববো আমি কে বা আমার পর
তাই নিয়ে মনের মধ্যে উথলে ওঠে ঝড়।
কোথাও যদি পেতাম আমি ওই পরশমণির ছোঁয়া
বিশ্বে ছড়িয়ে দিতাম,এতো মানুষ যেতনা তো খোয়া!