প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালী )

বর্ষবরণ
বৈশাখ আসবে বৈশাখ যাবে যতদিন আছে এই –
বিশ্বের বাংলা ভাষার মানুষ ,
মানুষ বাড়বে কমবেনা হানাহানি,ছাড়বে এ বিশ্ব –
তবু ফিরবেনা চৈতন্যের হুঁশ!
কিসের লক্ষ্যেই যেনে শুনেও ডুবায় অন্যের তরী –
নিজের একটু সুখের আশায়,
সেই সুখ হবে বড় অসুখ এক সময় ধরবে ঘিরে –
লটকেই যাবে এঁটেল কাদায়।
বৈশাখ আসবে ফিরে,হবে কতোই বৈশাখী ঝড় –
কতো গাছ পালা নেবেই মুড়ে,
গজাবে পুনঃ নতুন নতুন বৃক্ষের ভ্রুণ,লতাপাতা –
বর্ষায় ভ্রুণ উঠবে মাটি ফুঁড়ে।
নববর্ষ উদযাপন করেন মানুষ সব বিভেদ ভুলে –
সবার সাথে আলিঙ্গনে ওঠেই মেতে,
স্বার্থপর মানুষ গুলো ভুলে যায় নববর্ষের কথা –
ঠকাবার জন্য,কেউ থাকে ওত পেতে।
লাভ কি তবে ঘটা করে ওই বর্ষবরণে মানুষের –
মানুষ হয়েও মনুষ্যত্বকে করে যদি হীন,
সৎ সাধু সেজে করেন পূজা নব বস্ত্র পরিধানে –
ভুলেই যায় সব কথা তার পরের দিন।