প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম, ইতালী)

নিজের কথা নয়
আমি সুখে বা দুঃখে আছি
সেই কথা কি বলতে হবে সকলকে?
রাস্তার পাশে যে মানুষ গুলো-
অনাহারে অর্ধাহারে আছে অনন্ত দিন-
তাদের কথাই বলতে হবে;
যাহারা অন্যের ধন লুটে ঘরে বসে-
গোগ্রাসে গিলছে সন্তান নিয়ে-
তাদের কথাই বলতে হবে সকলকে!
পেটের চাহিদা,সকলের সমান-
কেউ মেটাতে পারে কেউ পারে না,
কেউ সৎ উপায় খুদ অন্ন খায়-
আবার কেউ অসৎ উপার্জনেই-
পরিবার নিয়ে ঘি অন্ন খায়-
তাদের কথাই বলতে হবে সর্বদা।
আমি যদি আমার সুখ দুঃখ নিয়েই-
শুধু ভাবতে থাকি অনন্ত সময়–
তবে অন্য দুঃখিদের কথা কখনো যে-
ভাবা বা বলা হবেনা।
তাই আমি সুখে বা দুঃখে আছি
সেই কথা কি বলার প্রয়োজন আছে?