প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালি)

নাই স্বদেশ
বাংলা ভাষা বাঙালির প্রাণের ভাষা
বাংলা ভাষায় বলে কথা,
তাই বাংলা ভাষার অমর্যাদা হলেই
বাঙালি প্রাণে পায় ব্যথা।
বাংলা গান বাঙালির থাকে কন্ঠে
বাংলায় করে যেন স্নান,
বাহান্নের ভাষা,একাত্তরের যুদ্ধে
হারিয়েছে ত্রিশ লক্ষ প্রাণ।
পাক সৈনিকের কাছে দু’লক্ষ নারী
হারিয়ে ছিল নিজস্ব সম্ভ্রম,
রাজাকাররা লুটে ছিল ধন সম্পদ-
ও হিন্দু নারী শহরছে গ্রাম।
ভাষার জন্য তরুণ,প্রৌঢ় হলো বলি
কে হিন্দু মুসলিম ছিলনা ভেদ,
হিন্দু মুসলিম রাজপথে সব বাঙালি
ছিলনাতো কোন ভেদাভেদ।
বহু রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা
বাঙালি পেয়েছে স্বাধীন দেশ,
স্বাধীন সেই দেশের হিন্দুরাই বিতাড়িত
নাই তাদের কোথাও স্বদেশ!!