কবিতায় বলরুমে বর্ণজিৎ বর্মন

দিতি তোমার জন্য

ভারতবর্ষে এখনো অভাব আগের মতই
শিক্ষিত বেকার অভাব বুকে হাঁটছে -ভবিষ্যতের মুখে হাসি ফোটাতে
এইতো কদিন আগে শহরের এক খ্যাতিমান স্কুলে
Viva হলো একটি হলো পোস্ট
উচ্চ
Qualification সব প্রাথীর্রা
উপস্থিত দ্বারে ,
সকলের মুখে চোখে
ভারতবর্ষের স্পষ্ট ছাপ
গল্প হলো , পরিচয় কতো , কতো হতাশার জন্ম কাহিনী
নিস্তব্ধ আকাশ ,মেঘ , বাতাস
ঐ কৃষ্ণচূড়া গাছটিও শুনেছে সে সব উজ্জল করুণ পরিণতি
দো তলার waiting রুমে
100% কর্মচাহিদা মুখ গুলি –
এ ওর দিকে , ও ওর দিকে তাকাতাকি করছে
ভেসে এলো আপনি net পেয়েছেন ?
আমাকে বলবেন study strategie ?
আমার ভিতরে ছলে উঠল
ভারতবর্ষে অন্য রূপ –
পরিচয় হলো তার নাম দিতি সরকার-
সেই থেকে নিত্যলাপ,
তোর্সা নদী দিয়ে বয়ে গেছে অনেক জল
সম্পর্কে শাখা নদী ঢুকতে চেয়েছে
কিন্তু ভারতবর্ষের প্রতিকূল অবস্থা
বাঁধ তুলেছে তাতে ।
নিস্তব্ধ নিসর্গের সম্পর্ক তবু এগিয়ে চলছে নির্ভর ভবিষ্যত ছুঁতে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।