কবিতায় বর্ণজিৎ বর্মন

রঙ
আকাশের যাবতীয় অন্ধকার মুছে যাক
আজ প্রকাশিত বসন্তের রঙে
মনমালিন্যের বিদায় দিয়ে
সৈকত সংসারে রঙিন হোক
আগামীর পথ চলা ক্যানভাস
মনের কোনায় জমা কাঁটা গুলো শিমুল হয়ে ফুটুক
সম্পর্কের হলুদ সেতুতে হোক
বসন্ত উৎসব
গলি গুলি চিরশান্তির পদ ছাপে রাঙিয়ে নিক নিজস্ব শরীর
জোনাকি হয়ে, চেয়ে দেখি
পূর্ণ হয়েছে মনের গভীর স্বাদ
আর যুদ্ধ নয়
হিংসার সব রং মুছে গেছে দোল পূর্ণিমার প্রেমিক বাতাসে।