T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় বর্ণজিৎ বর্মন

একান্তে
যত এগোচ্ছি ততই গহীন ভিতর ডুবে যাই
আমার তো অল্পই চাওয়া
শুধু দুটো কথা বলা ।
সময়
তোমার সাথে একান্তে ;
তবে কি এভাবে ভালোবাসা
ফেলে দেবে ?
সময়
তুমি সব নষ্টকে ধৌত করে তোলো
উপযোগি
ঘেরাটোপে
এই চন্দনের বনে আর একটু যদি
সময় দাও
দুটো শব্দ বিনিময়
দু চোখ ভরে একটু দেখা