আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ বুলা বিশ্বাস

আ মরি বাংলাভাষা
মহিমান্বিত ‘একুশে ফেব্রুয়ারি,
‘শহীদ দিবস তথা
আন্তর্জাতিক ভাষা দিবস,’
নত শিরে তারে বরি।
আমার মাতৃভাষা বাংলাভাষা
মুকুটোজ্জ্বলমণ্ডিতা।
বিশ্বের দরবারে আন্তর্জাতিক
সম্মানে ভূষিতা।
রফিক, শফিউর, জব্বার,
মতিন, বরকত, সালাম
তথা ভাষা সৈনিকদের জানাই
অজস্র সালাম।
উনিশশো বাহান্ন সালের
একুশে ফেব্রুয়ারি
বাংলাভাষা আন্দোলনের
এক স্মরণীয় দিন;
ভাষা আন্দোলনের শহীদ তোমরা;
রক্তরাঙা অমর একুশে ফেব্রুয়ারি
রক্তের প্লাবনের মধ্যে
বাংলা ভাষা পেয়েছে
মাতৃভাষা তথা রাষ্ট্রীয় সম্মান।
ভাষা আন্দোলনের বীর সন্তানদের
তাই আবারও জানাই
শ্রদ্ধাবনত চিত্তে শতকোটি প্রণাম।।