T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় বিজন বেপারী

মায়ের পায়ে
ভাদ্র আশ্বিন দুভাই মিলে
শরৎ নিয়ে আসে,
খুঁজতে গিয়ে পাই দেখা পাই
নদীর তীরের কাশে।
বছর ঘুরে শরৎ এলে
মায়ের মনটা কাঁদে,
কৈলাশ রেখে মর্তে এসে
সুখ সাগরে বাধে।
মন্দিরেতে ঢাকের কাঠি
হাওয়ায় যেই না ভাসে,
জং ধরানো মনটা আবার
ঝলমলিয়ে হাসে।
মা যে সবার ত্রিনয়নী
সবার দুঃখ জানে,
আপদ বিপদ নাশ করে দ্যান
তাঁরে যেজন মানে।
ভক্তি করে মায়ের পায়ে
অর্ঘ্য দিও ঢেলে,
অমানিশার আঁধারগুলো
ঘুচায় প্রদীপ জ্বেলে।