• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান বিনয় ভট্টাচার্য্য (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৮
বিষয় – নজরুল শ্রদ্ধাঞ্জলি / শেষ চিঠি / রম্য রচনা

নজরুলের ভুল

বিদ্রোহী কবি নজরুল
এদেশে জন্মেই তুমি করেছিলে মহাভুল
শাসক ও শোষকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে তুমি ছিলে বিষাক্ত ভীমরুল।
সাম‍্যবাদী কবি নজরুল।
কোথায় সাম‍্যবাদ!
সাম‍্যবাদের তল্পিবাহকেরা এদেশে
সমূলেই করে গেছে সব বরবাদ।
প্রেমের কবি নজরুল
প্রেম ভালোবাসাহীন এদেশে কেবল
হিংসার হয় চাষ
ছলেবলে কৌশলে কেবল ক্ষমতা দখলের চলে ঘৃণ‍্য রাজনীতি
ওঠে চারিদিকে অসহায় গরীবের দীর্ঘশ্বাস।
শান্তি,প্রেম ও সম্প্রীতির কবি নজরুল
তোমার স্বপ্নের মানবতাবাদ বিপন্ন আজ নিরন্ন মানুষের ফাটল বাড়িয়ে
জাতিতে ধর্মে চলেছে নিত‍্য দ্বন্দ
ক্রমবর্ধমান হতাশা, নৈরাশ‍্যবাদ।
এদেশে কবিরা সব ধূর্ত শৃগাল
জালি ভালবাসায় মত্ত
ফেসবুকে দেখি কত লায়লা মজনু
কিম্বা দেবদাস পারু –
মেকি প্রেমে অনুরক্ত, কামনার অনুদাস।
প্রতিবাদ ওরা করতে জানেনা
শাসকের শত অন‍্যায় অনাচার দেখেও
রয় নিত‍্য নীরব
নীতিবোধহীন স্বার্থপরতার
সব শর্ত মেনে কখনই হয়না সরব।
তোমাকে নিয়ে কত কাব‍্য রচনা
জন্মোৎসবে নানা অনুষ্ঠানে,
জানায় তোমায় শ্রদ্ধা,প্রণতি ;
গদগদ কন্ঠে কবিতা আবৃত্তি ও গানে।
তুমি থাকলে আজও বেঁচে সক্ষম
ওরা মাড়াতোনা ধার কভু তোমার
আপন স্বার্থকারণে।
অর্ধচেতন সব কবি ও বুদ্ধিজীবী
বিকলাঙ্গ বিবেকের টানে হয়েছে পরজীবী।
বাজেনা ‘অগ্নিবীণা’ আর
জ্বলেনা আঁধারে তোমার ‘ধূমকেতু’
সকলেই স্বার্থ নিয়েই রয় সর্বদা মশগুল।
বাংলামায়ের দামাল ছেলে তুমি দুরন্ত বুলবুল
এদেশে জন্মে নজরুল
তুমি করেছিলে মহাভুল।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।