গদ্যানুশীলনে বসুধা বসু

অন্দরমহল

মুখার্জি বাড়ির দুর্গাপুজো । এলাকা কেন এমনকি জেলাতেও নাম করা পুজো । সবচেয়ে বড় হল এর বনেদিয়ানা। এখনও এক হাঁড়ি তে খাওয়া দাওয়া । বাড়ির লোকজন বিশাল বাহিনী । পুজো উপলক্ষে সংবাদ মাধ্যম গুলো এসে হাজির । বাড়ির নাতবৌ সেজে গুঁজে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে “আমাদের বাড়ির বৈশিষ্ট্য হল আমাদের একসাথে থাকা,মিলে মিশে থাকা । আমাদের খাওয়া দাওয়া আজও এক । আমরা সুখে দুঃখে পাশে থাকি একে অপরের। সারাজীবন চাইব এইভাবে থাকতে “। শুনে সবাই অবিভূত। এখনো এরম পরিবার হয় !
পুজোর দশমী । বাড়ির মেজ বউ দাঁড়িয়ে দালানে । চোখ ভেসে যায় জলে । এই জল দশমীর না । এই জল অবাঞ্ছিত হওয়ার । পরিবারে মেজ ছেলের সেরম আয় নেই তাই বেশির ভাগ কাজ তার কপালেই আর তার সাথে একান্নবর্তী পরিবারের ব্রাত্য হয়ে থাকাও । বরণ করার সময় একটা সুন্দর শাড়ি বের করে পরেছিল তাতেই নাত বৌ বলে উঠল ” বরের তো আয় নেই তাহলে শাড়ি এলো কোথা দিয়ে ”
হুম্ আমরা একান্নবর্তী ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।